সিলেটের বিশ্বনাথে বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক, কানাডার ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক’র সাধারণ সম্পাদক, কানাডা টরন্টো বাংলা পাড়া ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী এম আর আজিজের বাংলাদেশ আগমন উপলক্ষে তাকে সংবর্ধনা দিয়েছে বিটিআই ইনস্টিটিউট।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে পৌরশহরের বিটিআই ইনস্টিটিউট কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম আর আজিজ।
বক্তব্যে এম আর আজিজ বলেন, বিশ্বনাথের মানুষের প্রতি দায়িত্ববোধ ও এলাকার সার্বিক উন্নয়নের অঙ্গীকারই তাকে সবসময় দেশের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রাখে। তিনি বলেন, “বিশ্বনাথের সামগ্রিক উন্নয়ন, শিক্ষার প্রসার এবং তরুণ প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। আপনারাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে এসব কাজে আরো বেশি অনুপ্রাণিত করে।”
তিনি আরও বলেন, “সমাজসেবা, ক্রীড়া উন্নয়ন, প্রবাসী কমিউনিটির ঐক্য এবং স্থানীয় উন্নয়ন—এই চারটি ক্ষেত্রকে সামনে রেখে আমার কার্যক্রম এগিয়ে নিচ্ছি। বিশ্বনাথের উন্নয়নধারা আরও গতিশীল করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
অনুষ্ঠানে বক্তব্য দেন বিটিআই ইনস্টিটিউটের পরিচালক আবু সাঈদ এবং সংগঠক ইব্রাহিম খলিল।
পরে অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ইনস্টিটিউটের শিক্ষক ও উপস্থিত অতিথিবৃন্দ।






