পেশাগত ব্যস্ততার মাঝেও খেলাধুলার উচ্ছ্বাসে মেতে উঠেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকরা। শুরু হয়েছে ‘বিশ্বনাথ প্রেসক্লাব ৪র্থ অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫’। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এম এস হাউজিংয়ের অর্থায়নে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
এবারের প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছে মোট পাঁচটি ইভেন্ট। এর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, ক্যারাম, গাফলা ও লডু খেলা।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের সিলেটের ব্যুরো প্রধান খালেদ আহমদ, যুক্তরাজ্যের লন্ডনের দর্পন টিভির চেয়ারম্যান ও বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রহমত আলী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল জলিল, আবুল খায়ের। বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, তজম্মুল আলী রাজু।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের সদস্য জামাল মিয়া ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের সদস্য নূর উদ্দিন, মোহাম্মদ নূরুল ইসলাম, আব্দুস সালাম মুন্না, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির, মোস্তাক আহমদ মোস্তফা, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য মোঃ আব্দুল্লাহ প্রমুখ ।
আরোও পড়ুন:: বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের উদ্বোধন করেন মুহাম্মদ আবদুল্লাহ।





