বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলটির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব হিসেবে পদায়ন করায় সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত হয়েছে আনন্দ মিছিল।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় রেজিস্ট্রি অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে হুমায়ুন কবিরের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্বে দেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলী চেয়ারম্যান, সাবেক সহসভাপতি ও অলংকারি ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দেওকলস ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমীন আজাদ, বিএনপি নেতা মনির মিয়া, হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এর আগে বুধবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হুমায়ুন কবিরকে দলটির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব হিসেবে পদায়নের বিষয়টি ঘোষণা করা হয়। খবরটি প্রকাশের পর বিশ্বনাথে হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়েউচ্ছ্বাস। নেতা-কর্মীদের অনেকই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে অভিনন্দন বার্তা এবং বিতরণ করে মিষ্টি।





