Search
Close this search box.

আন্তর্জাতিক অহিংস দিবসে বিশ্বনাথে পিএফজির মানববন্ধন

অহিংস দিবসে বিশ্বনাথে পিএফজির মানববন্ধন
মানববন্ধন করছেন পিএফজির নেতৃবৃন্দ।
Facebook
Twitter
WhatsApp

সংঘাত নয, ঐক্যের বাংলাদেশ গড়ি, সকলে মিলে গড়ে তুলি এক অহিংস বাংলাদেশ। এই শ্লোগানে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে বুধবার (২রা অক্টোবর) বাসিয়া সেতুর উপর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজির) ব্যানারে আন্তর্জাতিক অহিংস দিবসে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

এমআইএস প্রকল্প, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে মানববন্ধনে পিএফজি বিশ্বনাথ উপজেলা অ্যাম্বাসেডর প্রভাষক মোনায়েম খানের সভাপতিত্বে ও সমন্বয়কারী সাংবাদিক বদরুল ইসলাম মহসিনের পরিচালনায় মানববন্ধন পূর্ব আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পিস ফ্যাসিলেটর গ্রæপ (পিএফজির) বিশ্বনাথ উপজেলা অ্যাম্বাসেডর, সাংবাদিক তজম্মুল আলী রাজু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিএফজি বিশ্বনাথ উপজেলা সিনিয়র সদস্য জয়নাল আবেদিন, আবুল বশর মো. ফারুক, তরিকুল ইসলাম, বিশ্বনাথ পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুস সোবহান, সংগঠক ডাক্তার বিভাংশু গুন বিভু, শিক্ষক শফিক আহমদ পিয়ার।

আরও পড়ুন: বিশ্বনাথে হা’ম’লা’র ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসায়ীদের সাথে ওসির আলো’চনা স’ভা

শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন দলিল লেখক আব্দুল মজিদ, গীতা পাঠ করেন, মলয় ভুট্টাচার্য। এসময় উপস্থিত ছিলেন পিএফজি বিশ্বনাথ উপজেলা সদস্য হোসাইন আহমদ শাহীন, নাজমা বেগম, জুসনা বেগম, কাওছার আহমদ, রিপন মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত