বিশ্বনাথে প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট-ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
বিশ্বনাথে প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট-ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
বিশ্বনাথে প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট-ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।
বিশ্বনাথে প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট-ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
বিশ্বনাথে প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট-ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথ প্রেসক্লাবের চতুর্থ বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ক্রিকেট ও ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুর ও বিকেলে পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসব ম্যাচ আয়োজন করা হয়।

দুপুরে অনুষ্ঠিত ক্রিকেট প্রীতি ম্যাচে সভাপতি একাদশ ৯ রানের ব্যবধানে সাধারণ সম্পাদক একাদশকে পরাজিত করে। টসে জয়ী হয়ে ব্যাটিংয়ে নেমে সভাপতি একাদশ নির্ধারিত ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে জামাল মিয়া ২০ বলে ৪৪ রান এবং তজম্মুল আলী রাজু ৯ বলে ১৩ রান করেন। জবাবে ৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাধারণ সম্পাদক একাদশ ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৪ রানেই থেমে যায়। তাদের পক্ষে প্রনঞ্জয় বৈদ্য অপু ১১ বলে অপরাজিত ৩১ রান এবং সমুজ আহমদ সায়মন ৪ বলে ৮ রান করেন। ক্রিকেট ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সভাপতি একাদশের জামাল মিয়া।

ক্রিকেট ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আব্দুস সালাম।

একই মাঠে বিকেলে অনুষ্ঠিত ফুটবল প্রীতি ম্যাচে সাধারণ সম্পাদক একাদশ ৯–৭ গোলের ব্যবধানে সভাপতি একাদশকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয়। সাধারণ সম্পাদক একাদশের পক্ষে সমুজ আহমদ সায়মন ও জামাল মিয়া তিনটি করে গোল করেন। এছাড়া কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, প্রনঞ্জয় বৈদ্য অপু ও নূর উদ্দিন একটি করে গোল করেন। সভাপতি একাদশের হয়ে রফিকুল ইসলাম জুবায়ের, তজম্মুল আলী রাজু ও আব্দুস সালাম মুন্না দুটি করে এবং মোস্তাক আহমদ মোস্তফা একটি গোল করেন। ফুটবল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাধারণ সম্পাদক একাদশের সমুজ আহমদ সায়মন।

ফুটবল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আব্দুস সালাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম এবং প্রাথমিক সদস্য মাজহারুল ইসলাম সাব্বির।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪