আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতি শুরু করেছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। এরই অংশ হিসেবে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হক।
মনোনয়নপত্র সংগ্রহের সময় খেলাফত মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা সহসভাপতি অধ্যক্ষ গৌছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ এবং নির্বাহী সদস্য মাওলানা জাবের আহমদ।
আরোও পড়ুন:: বিশ্বনাথে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।






