বিশ্বনাথে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
বিশ্বনাথে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বিশ্বনাথে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
বিশ্বনাথে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বিশ্বনাথে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
Facebook
Twitter
WhatsApp

ভাইটাল স্ট্রাটেজিসের কান্ট্রি কো-অর্ডিনেটর ও বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব মো. মঈন উদ্দিন বলেছেন, ‘আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা যাতে নির্দিষ্ট পাঠ্যপুস্তকের লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে অতিরিক্ত জ্ঞান অর্জন করতে পারে, আমাদেরকে সে ব্যবস্থা করে দিতে হবে। কারণ, শিক্ষা ছাত্রাবস্থায় অর্জিত জ্ঞান দ্বারাই ভবিষ্যতে সকল কাজ করতে হবে শিক্ষার্থীদেরকে। শিক্ষার্থীরা যাতে সুনাগরিক হিসেবে গড়ে উঠে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকে সচেতন হতে হবে।’

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথের ‘আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন ৪র্থ মেধাবৃত্তি’র ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি পৌরশহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য আহমদ আলী হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি খালেদ উদ-দীন, বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু দে, শাহজালাল মডার্ণ একাডেমির প্রিন্সিপাল কবি এইচএম আরশ আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, ব্যবসায়ী নাসির উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলার সুপার ভাইজার মাওলানা মাসুক আহমদ।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম ও ৭ম শ্রেণির ৪১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ শিক্ষার্থী উত্তীর্ণ হন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪