সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমানের ইঞ্জিনে ধাক্কা, ফ্লাইট বাতিল

Ayas-ali-Advertise
সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমানের ইঞ্জিনে ধাক্কা, ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত।
সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমানের ইঞ্জিনে ধাক্কা, ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০১-এর ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে ফ্লাইটটির উড্ডয়ন বিলম্বিত হয়।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফ্লাইটটিতে ২৬২ জন যাত্রী ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বোর্ডিং ব্রিজের ধাক্কায় ইঞ্জিনে আঘাত লাগায় নিরাপত্তার স্বার্থে বিমানটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ফ্লাইটটি বাতিল করা হয়।

বিকল্প ব্যবস্থা হিসেবে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ আনা হচ্ছে। দুপুর আড়াইটার দিকে ওই ফ্লাইটে যাত্রীদের লন্ডনে পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে বিমানের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪