সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভিত্তিক জনপ্রিয় গ্রুপ ‘আবাবিল অটো অ্যাপ্রুভাল’র উদ্যোগে গ্রুপের সদস্য মিশর প্রবাসী মো. সালাম মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথে এক আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
গ্রুপের অ্যাডমিন আজমল হোসেন বুলবুলের সভাপতিত্বে অপর অ্যাডমিন মো. মাসুম নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. মশিউর রহমান ও বিশ্বনাথ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক গিয়াস সানী।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সালিশ ব্যক্তিত্ব ইকবাল হোসেন, সমাজসেবক রুবেল মিয়া, আশার আলো যুব সংঘের সভাপতি এজাজ আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী ও মো. আব্দুল্লাহ।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাওলানা মো. আবু সালেহ ও স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামান জাহিদ।
এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী কামাল আহমদ, কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসায়ী মো. বাবলা, জনপ্রিয় গিটারিস্ট সাজন আহমেদ, কনটেন্ট ক্রিয়েটর আনোয়ার মিয়া, ব্যবসায়ী শাহ আলম, আরকান আলী রাজা, মোহাম্মদ মিলাদ মিয়া, জামাল আহমদ, আব্দুর রহমান, কয়ছর আহমদ, নুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আবাবিল অটো অ্যাপ্রুভাল কেবল একটি ফেসবুক ভিত্তিক গ্রুপ নয়, এটি একটি পরিবার। যেখানে বন্ধুত্ব, সহযোগিতা ও ইতিবাচক মনোভাব ছড়িয়ে পড়ছে প্রতিদিন। অনলাইনের পাশাপাশি অফলাইনেও মানবকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে গ্রুপটি সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
সংবর্ধনা অনুষ্ঠানে সংর্ধিত অতিথি মো. সালাম মিয়া সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি, অনুষ্ঠানে অংশগ্রহণকারী আবাবিল গ্রুপের সদস্যরা একসঙ্গে কাজ করার অঙ্গীকার পূণর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।





