প্যারিসে বিশ্বনাথ উপজেলা নাগরিক ফোরামের যাত্রা শুরু

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

ফান্সের রাজধানী প্যারিস শহরে বসবাসরত বিশ্বনাথীদের নিয়ে যাত্রা শুরু করেছে ‘বিশ্বনাথ উপজেলা নাগরিক ফোরাম ফ্রান্স’ নামে নতুন একটি সংগঠন। রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলের দিকে প্রবাসী বিশ্বনাথীদের নিয়ে ফ্রান্সের ক্যাতসিমার এলাকায় ইস্টিকুটুম রেস্টুরেন্টে কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আব্দুত তহুরকে সভাপতি এবং লুৎফুর রহমান লিজাদকে সেক্রেটারি করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

সংগঠক জহির উদ্দীন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।

কমিটিতে অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সহ সভাপতি আলী আকবর,সহ সেক্রেটারি মামুন আহমদ, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দীন ইমন, প্রচার সম্পাদক আলীম উদ্দীন, সাহিত্য সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আশরাফুল আলম আশরাফ, অফিস সম্পাদক ইকবাল হোসেন, সংস্কৃতি সম্পাদক সাহেদ আলী, শ্রম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাকিল হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক সোজেল আহমদ, কার্যকরি সদস্য সামছুল ইসলাম, আব্দুল হক, সোহেল আহমদ।

সভায় সকলের ঐক্যমতের সিদ্ধান্তে প্রথম প্রকল্প হিসেবে বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার অসহায় পরিবারকে সাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে ২ লাখ টাকায় ১৮টি ছাগল প্রদান করে মানবিক সহায়তা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আলীম উদ্দীন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪