বালাগঞ্জে নিহত লয়লুছ মিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি

Ayas-ali-Advertise
বালাগঞ্জে নিহত লয়লুছ মিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি
বালাগঞ্জে নিহত লয়লুছ মিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাব।
বালাগঞ্জে নিহত লয়লুছ মিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি
বালাগঞ্জে নিহত লয়লুছ মিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাব।
Facebook
Twitter
WhatsApp

গত ১০মে সন্ধ্যায় দু’পক্ষের মারামারির ঘটনায় হামলায় নিহত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-চট্ট-২০৯৭) বালাগঞ্জের সিরিয়া উপশাখার সভাপতি মো. লয়লুছ মিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি জানিয়েছেন এলাকাবাসী ও শ্রমিক নেতৃবৃন্দ।

রোববার (১৮ মে) বিকালে অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (২০৯৭) বালাগঞ্জ সিরিয়া উপশাখার শ্রমিকবৃন্দের উদ্যোগে এক শোকসভায় বক্তারা এ দাবি জানান।

ইব্রাহিম আলী সুজনের পরিচালনায় শোকসভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা অটোটেম্পু, অটোরিক্সা চালক শ্রমিক জোট (রেজি. নং-চট্ট-২০৯৭) সভাপতি আব্দুল আলিম ভাসানী, সহ-সভাপতি সানর মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান, অর্থ সম্পাদক মো. আনোয়ার মিয়া, সিরিয়া উপশাখার সহ-সভাপতি জসিম মিয়া, আজিজপুর উপশাখার সাধারণ সম্পাদক জাহেদ মিয়া, আলী তালুকদার, শাকির আহমদ, লুলু মিয়া, আব্দুল লতিফ, নিজাম উদ্দিন, মো. সাগর মিয়া, জাকির হোসেন, রজব আলী, মুক্তার মিয়া, মো. সাজন মিয়া, আব্দাল মিয়া, পারভেজ মিয়া, রুবেল মিয়া, সুজেল মিয়া, সৌরভ মুহিম আলী, নূরুজ্জামান, শিমুল আহমদ, শামিম মিয়া প্রমুখ।
সভায় বক্তারা মো. লয়লুছ মিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪