সিলেটে সেল্টারের নতুন কমিটি গঠন, সভাপতি সুলতান-সম্পাদক মঈন

Ayas-ali-Advertise
সিলেটে সেল্টারের নতুন কমিটি গঠন, সভাপতি সুলতান-সম্পাদক মঈন
সিলেটে সেল্টারের নতুন কমিটি গঠন, সভাপতি সুলতান-সম্পাদক মঈন।
সিলেটে সেল্টারের নতুন কমিটি গঠন, সভাপতি সুলতান-সম্পাদক মঈন
সিলেটে সেল্টারের নতুন কমিটি গঠন, সভাপতি সুলতান-সম্পাদক মঈন।
Facebook
Twitter
WhatsApp

সিলেট ইংলিশ ল্যাংগুয়েজ ট্রেইনিং ইনস্টিটিউটস অ্যাসোসিয়েশন (সেল্টার)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (১১ এপ্রিল) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, হেক্সাস-এর সুলতান আহমদ সভাপতি এবং লার্ণিং পয়েন্ট-এর মঈন উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি শওকত এমরান (আইকন এডুকেশন), সহ-সভাপতি জিয়াউর রহমান টিটু (টিটু কেয়ার), যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ (ক্যারিয়ার ডটকম) ও কামরুল জুয়েল (লেক্সিস), কোষাধ্যক্ষ রায়হান হোসেন (মেন্টরস), সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ খান (হাসান’স), অফিস সম্পাদক আমিনুল ইসলাম (আমিন’স), সদস্য বিষয়ক সম্পাদক সৈয়দ সুজন আহমদ (এইমস এডুকেশন), আইসিটি, মিডিয়া ও প্রচার সম্পাদক মোশারফ হোসেন (ইংলিশ অ্যাচিভার্স), প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক স্বপ্নীল আরবী (প্র্যাক্সিস), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহ সুলতান (শাহ সুলতান’স), এবং হসপিটালিটি সম্পাদক ইসলাম উদ্দিন রুবেল (স্মার্টস স্টাডি)।

নতুন কমিটির নির্বাহী সদস্যরা হলেন অ্যাডভোকেট খালেদ চৌধুরী (এক্সেল ইনস্টিটিউট), আব্দুল কাদির সুমন (হেক্সাস), বিলাল আহমদ (ট্রাস্ট আইইএলটিএস), জামিল আহমদ (হেক্সাস আম্বরখানা), ও এমদাদ আহমদ (স্কাই এডুকেশন)। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন ফেরদৌস আলম (অর্কিড অ্যাসোসিয়েটস), মো. আতিকুর রেজা চৌধুরী (ইউরেশিয়া), মো. জাকির আলী (জাকির’স এডুকেশন সার্ভিসেস), এবং মাহবুবুল হক লস্কর (ইউকে বাংলা)।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪