সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামবাসীর উদ্যোগে দরং বিলে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক পলো বাওয়া উৎসব উদযাপিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) শত বছরের ঐতিহ্য ধরে রাখতে গ্রামবাসীর পাশাপাশি প্রবাসীরাও এ অংশ নেন উৎসবে।
উৎসবে অংশ নিতে সকাল ৮টা থেকেই গ্রামের মানুষ এবং দূর-দূরান্ত থেকে আসা অতিথিরা জমায়েত হতে শুরু করেন বিলের পাড়ে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টায় একসঙ্গে প্রতিযোগিতা শুরু হয় মাছ ধরার, যা প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে। উৎসবের মূল আকর্ষণ ছিল বাঁশের তৈরি পলো দিয়ে মাছ শিকার। শিকারে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস এবং বিলের চারপাশে দর্শনার্থীদের করতালিতে উৎসবের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শিকার হওয়া মাছের মধ্যে ছিল বোয়াল, শউল, মিরকা, কারপু, বাউশ, ঘনিয়া, রুইসহ নানা প্রজাতির মাছ।
সরেজমিনে দেখা গেছে এ উৎসব নিয়ে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা। নিজ নিজ পলো নিয়ে বিলে ঝাঁপিয়ে পড়ছেন গ্রামবাসী। যাদের পলো ছিল না, তারা মাছ ধরার ছোট ছোট জাল নিয়ে কাটিয়েছেন ব্যস্ত সময়। বিলের পাড়ে এই উৎসব উপভোগ করেন শিশু থেকে বৃদ্ধ সবাই। দূর-দূরান্ত থেকে আসা আত্মীয়-স্বজন ও বন্ধুরাও উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন।
স্পেনপ্রবাসী মনোয়ার হোসাইন বলেন, “পলো বাওয়া আমাদের গ্রামবাসীর শত বছরের ঐতিহ্য। এই উৎসবে অংশ নিতে পেরে আমি গর্বিত। আমাদের গ্রামের এই ঐতিহ্য যুগ যুগ ধরে চলতে থাকবে।”
দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম হোসেন বলেন, “পলো বাওয়া আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য, যা আমরা এখনো ধরে রেখেছি। প্রতিবছর গ্রামবাসী এবং প্রবাসীদের অংশগ্রহণে আমরা এই উৎসব পালন করি। এ ঐতিহ্য ভবিষ্যত প্রজন্মের কাছেও সমানভাবে প্রাসঙ্গিক থাকবে।”
প্রতিবছরের মতো এবারও প্রায় ৫০০ মানুষ এ উৎসবে অংশ নেন। অন্যান্য বছরের তুলনায় এবার মাছের পরিমাণও বেশি পাওয়া গেছে। ঐতিহ্যবাহী এ পলো বাওয়া উৎসব গোয়াহরি গ্রামের সংস্কৃতির এক উজ্জ্বল দিক হিসেবে সবার কাছে পরিচিত।
আরোও পড়ুন:: বিশ্বনাথে নানার বাড়ির পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু ।