বিশ্বনাথে শীতকালিন পিঠা উৎসব অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
বিশ্বনাথে শীতকালিন পিঠা উৎসব অনুষ্ঠিত
বিশ্বনাথে শীতকালিন পিঠা উৎসব অনুষ্ঠিত।
বিশ্বনাথে শীতকালিন পিঠা উৎসব অনুষ্ঠিত
বিশ্বনাথে শীতকালিন পিঠা উৎসব অনুষ্ঠিত।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বাঙালী ঐতিহ্যের শীতকালিন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের পালের চক গ্রামে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী দাদু ভাই ছইল মিয়ার বাড়িতে এই উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে ৭টি স্টলে বাহারী ডিজাইনের শীতকালিন পিঠা নিয়ে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও নারী উদ্যোক্তাগণ। আরও ২টি স্টলের মধ্যে একটিতে বিশ্বনাথের রেসকিউ লাইফ ফাউন্ডেশন বিনামূল্যে শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করে এবং অপরটিতে করা হয় স্বাস্থ্য পরীক্ষা।

প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সভাপতি আহমদ আলী হিরনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাওহীদুর রহমান রুহিনের সঞ্চালনায় পিঠা উৎসব চলাকালিন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা হোসাইন আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুকন্দ লাল বিশ্বাস, নীলিমা তালুকদার, তাহিরা বেগম, সীমা রানী বিশ্বাস, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শান্তা ইসলাম সাবিনা, পালের চক মৌলভী ফুরকান উল্লাহ হাফেজিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য ফারুক আহমদ, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আবদুন নুর তুষার, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির প্রমুখ।

উৎসবে বাউল গান পরিবেশন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী প্রমা রানী সরকার।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪