যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ পালন উপলক্ষে বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ, ওসি (তদন্ত) ফয়েজ আহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আশিকুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভূইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার আফরোজা আতিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী, পল্লী বিদ্যুতের এজিএম মো. আলাউল হক সরকার, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, জামায়াতে ইসলামী বালাগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির হাফিজ কুতুব উদ্দিন, সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন রিপন, জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান, বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মীম হোসাইন, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমদ সেফুল, উপজেলা বিএনপির নেতা জামাল আহমদ খলকু, মাসুক মিয়া, জামায়াতে ইসলামী নেতা ইমরান আহমদ রুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাবুল আহমদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন, সাধারণ সম্পাদক মো. আমির আলী প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
সর্ম্পকিত খবর:: পণ্য পরিবহন সেবায় ওসমানী বিমানবন্দরে খুলছে নতুন দ্বার