পণ্য পরিবহন সেবায় ওসমানী বিমানবন্দরে খুলছে নতুন দ্বার

Ayas-ali-Advertise
পণ্য পরিবহন সেবায়
বক্তব‌্য রাখছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান।
পণ্য পরিবহন সেবায়
বক্তব‌্য রাখছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান।
Facebook
Twitter
WhatsApp

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান বলেছেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং এটি অনেক ক্ষেত্রে ঢাকার তুলনায় উন্নত। কার্গো কমপ্লেক্সের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, যেন এর সুবিধা সম্পূর্ণভাবে পাওয়া যায়।

মঙ্গলবার সিলেট সার্কিট হাউস সম্মেলন কক্ষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারিত কার্গো কমপ্লেক্স নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সিলেটের পণ্যের আন্তর্জাতিক চাহিদা থাকা সত্ত্বেও ২০২২ সাল থেকে পরীক্ষামূলকভাবে মাত্র দুইবার পণ্য পাঠানো হয়েছে। সিলেটবাসীর দাবিতেই কার্গো কমপ্লেক্স নির্মাণ করা হলেও চার বছরে এটি প্রত্যাশিতভাবে কার্যকর হয়নি।

সর্ম্পকিত খবর: লালদিঘীরপাড়ে মাছ ব্যবসায়ীদের আঘাতে কিশোরের মৃত্যু

সচিব আরও বলেন, সিলেটবাসীকে এ কার্গো কমপ্লেক্স কার্যকর করার উদ্যোগ নিতে হবে। এটি কার্যকর হলে সিলেটে উৎপাদিত কৃষি ও কুটিরশিল্পসহ অন্যান্য পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও বলেন, প্যাকেজিং ওয়্যারহাউস পুনঃপ্রতিষ্ঠা করা হলে তা যাতে অকার্যকর না থাকে সে জন্য একটি পূর্ণাঙ্গ কার্গো সেবা চালুর সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন। রপ্তানির প্রতিশ্রুতি পেলে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান ও আনিসুর রহমান। এতে জেলা প্রশাসক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমান বাংলাদেশের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অংশীজনেরা অংশগ্রহণ করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪