বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন জামায়াতে উদ্যোগে ইসলামীর সিরাতুন নবী সা. মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৮ সেপ্টেম্বর) বাদ আসর রামপাশা পয়েন্টে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন রামপাশা ইউনিয়ন জামাতের সভাপতি হাজী আব্দুন নূর।
রামপাশা ইউনিয়ন জামাতের সেক্রেটারি মিয়া মোহাম্মদ সাহেদের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য এবং সিলেট জেলা দক্ষিণের আমির অধ্যাপক আব্দুল হান্নান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সিলেট বিভাগ সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণের শুরা ও কর্মপরিষদের অন্যতম সদস্য, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, সহকারী সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া, মাস্টার মনোহর আলী, মাওলানা আব্দুল মালিক।
আরও পড়ুন: লামাকাজী ইউনিয়ন জামায়াতের সিরাতুন নবী (সা.) মাহফিল সম্পন্ন
বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা শিবিরের সভাপতি মতিউর রহমান ইমন, বিশ্বনাথ পৌরসভা শিবিরের সভাপতি রিয়াজ উদ্দিন, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি রজব আলী, হাফিজ আব্দুল কায়ুম, ইউনিট সভাপতি মাওলানা আছাব উদ্দিন, মাওলানা ইদ্রিস আলী, ইব্রাহিম খলিল, ওয়ার্ড সভাপতি ফখরুল ইসলাম, রামপাশা ইউনিয়ন শিবিরের সভাপতি নাইম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শরীফ আহমদ।