বিশ্বনাথসহ সিলেট জেলার পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সিলেটের পুলিশ সুপার মোহম্মদ মাহবুবুর রহমানের স্বাক্ষরিত আদেশের মাধ্যমে এই পরিবর্তনটি কার্যকর হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, ফেঞ্চুগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান, বিয়ানীবাজারের ওসি অকিল উদ্দিন আহম্মদ, জৈন্তাপুরের ওসি মো. তাজুল ইসলাম পিপিএম, বিশ্বনাথ থানার ওসি রমাপ্রসাদ চক্রবর্তী এবং কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ বদিউজ্জামান।
সব বদলি হওয়া কর্মকর্তাকে সিলেট জেলা পুলিশ লাইনে পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে নিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন :: রানা দাশগুপ্তের বিরুদ্ধে মিথ্যা মা’ম’লা প্রত্যাহারের দাবিতে বিশ্বনাথে প্রতিবাদ সমাবেশ
এছাড়া, নতুন ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন, জৈন্তাপুর থানায় পুলিশ পরিদর্শক আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, বিয়ানীবাজার থানায় এনামুল হক চৌধুরী, বিশ্বনাথ থানায় রুবেল মিয়া, কোম্পানীগঞ্জ থানায় উজায়ের আল মাহমুদ এবং ফেঞ্চুগঞ্জ থানায় মো. মনিরুজ্জামান খান।
উল্লেখ্য, ৩০ আগস্ট সিলেটের নবাগত পুলিশ সুপার হিসেবে মোহম্মদ মাহবুবুর রহমান দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের ২২ দিনের মধ্যে পাঁচ থানার ওসির বদলি করা হলো।