Search
Close this search box.

ফেনীতে মোবাইল টাওয়ার সচল রাখতে ফ্রি ডিজেল প্রদানের নির্দেশ উপদেষ্টা নাহিদের

ফ্রি ডিজেল প্রদানের নির্দেশ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম । ছবি সংগৃহীত
Facebook
Twitter
WhatsApp

জাতীয় ডেস্ক:: ফেনী জেলার মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে বিনামূল্যে জেনারেটরের ডিজেল সরবরাহের নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়, মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপদেষ্টা উল্লেখ করেছেন যে, ফেনী জেলায় বিদ্যুৎ না থাকায় ৭৮টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে প্রচুর ডিজেলের প্রয়োজন হচ্ছে। বন্যা পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারগুলো সচল রাখা অত্যন্ত জরুরি। তাই বিটিআরসিকে নির্দেশ দেয়া হয়েছে যাতে মোবাইল অপারেটররা জেলায় স্থাপিত জেনারেটরগুলোর জন্য প্রয়োজনীয় ডিজেল বিনামূল্যে সরবরাহ করে।

জানা গেছে, প্রতি ঘণ্টায় পোর্টেবল জেনারেটরে (৭৫ কেভি) ২.৩ লিটার এবং জেনারেটর (৩০ কেভি) ৪.৪ লিটার ডিজেল ব্যবহার হয়। এই হিসেবে ৭৮টি জেনারেটরে প্রতিদিন ৬৫৫২ লিটার ডিজেলের প্রয়োজন, যার মূল্য প্রায় ৭ লাখ ১৪ হাজার ১৬৮ টাকা। সাত দিনে এর জন্য প্রায় ৪৫ হাজার ৮৬৪ লিটার ডিজেল প্রয়োজন হবে, যার মূল্য প্রায় ৪৯ লাখ ৯৯ হাজার ১৭৬ টাকা।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার নির্দেশে বিটিআরসি’র ফান্ড থেকে এই খরচের টাকা প্রদান করা হচ্ছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত