বিশ্বনাথনিউজ২৪:: আসছে ৮মে অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ‘আনারস’ প্রতীকের প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের আ’ই’ন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদের নির্বাচনী প্রতীক ‘আনারস’ প্রতীকের স’ম’র্থ’নে রোববার (৫মে) উপজেলার বিভিন্ন এলাকায় গ’ণ’সং’যো’গ, উঠান বৈ’ঠ’ক ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
‘আনারস’ প্রতীকের স’ম’র্থ’নে অনুষ্ঠিত কার্যক্রমগুলোতে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ বলেন, কাঙ্খিত উন্নয়ন পেতে এ’বা’রে’র উপজেলা নির্বাচনে বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকায় ‘আনারস’র জো’য়া’র সৃষ্টি হয়েছে। উ’প’জে’লা’বা’সী আগামী ৮মে ‘আনারস’ প্রতীকে ভোট দিয়ে ওই জোয়ারকে ইনশাআল্লাহ ‘গণজোয়ারে’ প’রি’ণ’ত করবেন। আর আমি জ’ন’গ’ণে’র ভোটে নির্বাচিত হলে বিশ্বনাথকে এ’ক’টি স্মার্ট উপজেলা রুপান্তরিত করব। এতে প্রয়োজন আপনাদের স’র্ব’ম’হ’লে’র সার্বিক সহযোগীতা।
‘আনারস’ প্রতীকের স’ম’র্থ’নে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানগুলোতে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদের বি’ভি’ন্ন স্তরের কর্মী-সমর্থক’সহ ভোটাররা উপস্থিত ছিলেন।