বিশ্বনাথ নিউজ২৪:: সিলেটের বিশ্বনাথে পূর্ব শ্বাসরাম-আবক্রপুর বিমল চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অমরাবতির উদ্যোগে ও বৃক্ষপ্রেমিক আব্দুল গফ্ফার উমরা মিয়ার ব্যবস্থাপনায় বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রয়ারি মঙ্গলবার বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষে বিদ্যালয় হলরুমে আলোচনা সভা শেষে বৃক্ষরোপন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৃক্ষপ্রেমিক আব্দুল গফ্ফার উমরা মিয়া।
শিক্ষানুরাগী বাপন দাশের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, গভেষক আব্দুল হাই মোসাঈদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বন কর্মকর্তা জয়নুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, অমরাবতির সদস্য ফয়ছল খান, সমাজকর্মী আফসার মিয়া, পূর্ব শ্বাসরাম-আবক্রপুর বিমল চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিমা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি সামুল আলী, শিক্ষানুরাগী সদস্য তফজ্জুল আলী।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী আজিম উদ্দিন জিহাদ, কবিতা আবুত্তি করেন বিদ্যালয়ের শিক্ষার্থী তানহা বেগম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব শ্বাসরাম-আবক্রপুর বিমল চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নমিতা রাণী তালুকদার, মোছা: শামীমা বেগম, ফাইমা আক্তার উষাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ে আম, জাম, কাঁঠাল, লিচু, জাম, কমলা, মাল্টা, পিয়ারা, বেল, তাল গাছ, নারিকেল গাছসহ ফলজ, বনজ ও ঔধষী গাছের চারা রোপন করে অতিথিবৃন্দ।