নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) দুপুরে কলেজের হলরুমে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী।
কলেজের অধ্যক্ষ নেছার আহমদের সভাপতিত্বে ও প্রভাষক মাহমুদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, প্রাইম ব্যাংক ইসলামি ব্যাংকিং ডিভিশনের ভাইস চেয়ারম্যান ও আম্বরখানা শাখার ব্যবস্থাপক তাজ উদ্দিন আহমদ, রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, কলেজের গভর্নিং বডির সদস্য আব্দুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর ছাত্র সাব্বীর আহমদ ও গীতা পাঠা করেন একাদশ শ্রেণীর ছাত্রী সুস্মিতা মালাকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, ইলিয়াছুর রহমান, বিদায়ী শিক্ষার্থী কাওছার আহমদ ও একাদশ শ্রেণীর ছাত্রী নিশাত ইয়াসমীন।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন রামপাশা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফেরদৌস আহমদ।