AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্বনাথ স্পোর্টিং ট্রাষ্ট ইউকের নতুন ট্রাস্টী হলেন ৪০ জন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ২৪ - ২০২৩ | ১২: ১১ পূর্বাহ্ণ

স্পোর্টিং ট্রাষ্ট

বিশ্বনাথ স্পোর্টিং ট্রাষ্ট ইউকের উদ্যোগে ব্রিটেনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার ও বর্তমান কাউন্সিলার জাহেদ বক্ত চৌধুরী এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজবেসক হাজী লেচু মিয়ারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ৪ জুলাই মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে স্পীকার কাউন্সিলার জাহেদ বক্ত চৌধুরীসহ ৪০ জন বিশ্বনাথ স্পোর্টিং ট্রাস্ট ইউকের নতুন ট্রাষ্টির সদস্য পদ গ্রহন করেন।

ট্রাস্টের সভাপতি গৌছ খাঁনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল বাছিত বাদশা ও সহ সভাপতি মিসবাহ উদ্দিনের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার জাহেদ বক্ত চৌধুরী ও বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজবেসক হাজী লেচু মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সহ সম্পাদক আখলাকুর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোর্টিং ট্রাষ্ট ইউকের সহকারী সম্পাদক আখলুস মিয়া ও সহ ট্রেজারার মদরিস আলী মফজুল।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন এসপায়ার পার্টির চেয়ারপার্সন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, টাওয়ার হ্যামলেটস এর সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার আ ম ওহিদ আহমদ, কাউন্সিলার আমিন রহমান, কাউন্সিলার কবির হোসেন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি মতছির খাঁন, বিশ্বনাথ পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মানিক মিয়া, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি শেখ তাহির উল্লাহ, কমিউনিটি নেতা হাজী রইছ আলী, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সহসভাপতি রহমত আলী, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের ট্রেজারার আজম খান, ট্রাষ্টের সাবেক সেক্রেটারি নজরুল ইসলাম ওবিই, ব্যারিস্টার মো. আব্দুস শহীদ, শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সাবেক লেকচারার ড. মুজিবুর রহমান, বিশ্বনাথ এইড ইউকের সভাপতি আব্দুর রহিম রঞ্জু, সংগঠক জসিম উদ্দিন সেলিম, কমিউনিটি নেতা মাওলানা হাফিজ হোসাইন আহমদ, দশগর প্রগতি ট্রাস্টের সেক্রেটারি তানবীর আহমদ, বিশ্বনাথ এইড ইউকের সাবেক সভাপতি খালেদ খান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি, সাবেক ছাত্রনেতা সফিকুল ইসলাম, সমাজসেবক আমীর উদ্দিন মাস্টার, বিশ্বনাথ স্পোর্টিং ট্রাস্টের ট্রাস্টী দুদু মিয়া, আব্দুস সোবহান, কমিউনিটি নেতা এম এ মুকিত, তাজুল ইসলাম, আফছর মিয়া ছোট মিয়া, মাষ্টার নুরুল ইসলাম মধু, ফারুক মিয়া।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি তৈয়বুর রহমান, শরিফুল ইসলাম, ফজলুর রহমান, চাটার্ড একাউন্টেন্ট এম আছকর আলী, কমিউনিটি নেতা ফয়সল কামাল আহমদ সিরাজুল ইসলাম হাজারী, সংগঠক দিলু মিয়া, মুহিব আলী, খানুছ মিয়া, আনহার মিয়া, আবুল কয়েস, আব্দুর রব, কামাল আহমদ, রিজওয়ান আহমদ, ফারুক আলী, মুকুল মিয়া, আবুল কালাম, আব্দুস সুবহান ফারুক, আতিকুর রহমান বুলি, ইসতিয়াক আহমদ খান, কামরুল ইসলাম, খলিলুর রহমান, হাবিবুর রহমান, আজিজুর রহমান, মুহিব আলী, আলকাস আলী, আব্দুল গফুর, মোহাম্মদ আলী, আব্দুল গফুর, হেলাল মিয়া, মনসুর খান, কাওছার আহমদ প্রমুখ।

আলোচনা সভা শেষে বিশ্বনাথ স্পোর্টস ট্রাষ্ট ইউকের সাবেক সভাপতি মরহুম মদরিছ আলী বাদশা ও সাবেক সহ সভাপতি মরহুম চমক আলী লাল মিয়াসহ বিশ্বনাথের সকল মরহুম নেতৃবন্দ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।

আরো সংবাদ