AM-ACCOUNTANCY-SERVICES-BBB

নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রামপাশা ইউনিয়নবাসীর সেবা করে যাব : বশির আহমদ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ১৬ - ২০২৩ | ২: ২০ পূর্বাহ্ণ

শেষ রক্তবিন্দু দিয়ে হলেও

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বশির আহমদ বলেছেন, ‘আমি বিগত ৭ বছর ধরে একটানা এই রামপাশা ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম। অতীতের ন্যায় আগামীতেও আপনাদের পাশে থাকব-ইনশাআল্লাহ। আগামি ১৭ জুলাই দয়া করে আমাকে চশমা প্রতিকে ভোট দিয়ে আপনাদের আরও বেশি সেবা করার সুযোগ দিন। তবে, একটি প্রতিশ্রুতি দিতে চাই, আমি চেয়ারম্যান নির্বাচিত হই বা না হই, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রামপাশা ইউনিয়নবাসীর সেবা করে যাব।’
গতকাল শনিবার (১৫জুলাই) বিকেলে স্থানীয় রামপাশা বাজারে নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘যদি এই নির্বাচনে জয়ী হই, তাহলে সপ্তাহে ৫দিন নয়, ৭ দিনই আমাকে আপনাদের পাশে পাবেন।ইতোমধ্যে আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্যে আমি সম্মানিত ভোটারসহ সকলের কাছে কৃতজ্ঞ। রামপাশা ইউনিয়নে অনেক রাস্তাঘাটের প্রয়োজন। জনগণ বিভিন্ন ভাতা পাবার কথা কিন্তু সঠিকভাবে তা বণ্টন করা হচ্ছে না। নির্বাচিত হলে সেগুলো সঠিকভাবে বন্টন করব।ইতোমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য প্রার্থীরা কালো টাকার ছড়াছড়ি করছেন । আমি আজকে ওয়াদা করলাম, চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের কোনো কিছু আমার পরিবারের জন্য নেব না। যা বরাদ্দ আসবে, তা ইউনিয়নের মানুষের কাছে সুষ্ঠভাবে বণ্টন করে দেব।’

রামপাশা গ্রামের বিশিষ্ট মুরব্বি আবদুল মুতলিবের সভাপতিত্বে সংগঠক ইসলাম উদ্দিনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মোনায়েম খান, শহীদ আহমদ, সামসুল ইসলাম, গয়াছ আলী, মোহাম্মদ কাওছার খান, আবদুস সাত্তার, মাওলানা জয়নাল আবেদীন, চুনু মিয়া, দেলোয়ার হোসেন, তোফায়েল আহমদ, মনির মিয়া, মশরফ আলী, সুন্দর আলী, ফয়জুল ইসলাম, মুরাদ আহমদ প্রমুখ।
সভার শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন হাফেজ জুবায়ের আহমদ।

আরো সংবাদ