AM-ACCOUNTANCY-SERVICES-BBB

লজ্জা-শরম থাকলে বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করতেন : এমপি মোকাব্বির

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ১৩ - ২০২৩ | ৭: ২৬ অপরাহ্ণ

বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করতেন

নিজস্ব প্রতিবেদক :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান বলেছেন, ‘আমি মহান জাতীয় সংসদে বলেছি, আমাদের যে বাণিজ্যমন্ত্রী আছেন, উনারতো লজ্জা-শরম নেই। উনি কেন পদত্যাগ করেন না। বাণিজ্যমন্ত্রী স্বীকার করেছেন, তিনি বাজার সিন্ডিকেটে হাত দিতে পারছেন না। কেন হাত দিতে পারছেন না? উনি নিজেও ব্যবসায়ী। তাকে বলেছি, আমি আপনাকে সিন্ডিকেটের হোতা বলব না। কিন্তু আমরা যখন বাজারে যাই, তখন মানুষের মুখে শোনা যায় বাণিজ্যমন্ত্রীই বাজার সিন্ডিকেটের হোতা এবং সেই সিন্ডিকেটই তাকে বাণিজ্যমন্ত্রীর জায়গায় বসিয়ে রেখেছে। লজ্জা-শরম থাকলে তিনি পদত্যাগ করতেন।’

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের মজলিশপুর ও মজনপুর গ্রামবাসির উদ্যোগে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি স্থানীয় মজলিশপুর গ্রামের মরহুম আছবর আলীর বাড়িতে অনুষ্ঠিত হয়।

মোকাব্বির খান আরও বলেন, ‘দেশের মানুষ আজ অসহায়। তারা সিন্ডিকেটের কাছে জিম্মি। অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা এবং অসৎ রাজনীতিবীদ-এই তিনটা মিলেই রাষ্ট্রকে জিম্মি করে রেখেছে। আগামিতে যদি আমরা সৎ মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং সৎ সংসদ সদস্য নির্বাচিত করতে পারি, তাহলে এই জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।’
সাবেক ইউপি সদস্য আবদুল মজিদের সভাপতিত্বে সংগঠক মাওলানা শাহিদ খানের সঞ্চানায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী চক্রবর্তী, সহকারী শিক্ষক শামীম আহমদ। বক্তব্য রাখেন আবদুর রহমান, হাবিব খান, কাওছার আহমদ মাসুম, ফয়সল আহমদ, মজলিশপুর যুব সংঘের সাধারণ সম্পাদব হাবিবুর রহমান ও সংগঠক আবদুস সালাম প্রমুখ। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন হাফেজ আক্তার আলী।

আরো সংবাদ