AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সারাদেশে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: এপ্রিল - ২৯ - ২০২৩ | ২: ৫৯ অপরাহ্ণ

ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া সংবাদ:: আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিলের তাপপ্রবাহের দ্বিতীয় ধাপটি সারা দেশে কেটে গেছে । ফলে সারাদেশে ঝড় ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশী রয়েছে। শনিবার (২৯ এপ্রিল) আবহাওয়া অফিস থেকে এ পূর্বাভাসটি দেয়া হয়েছে ।

আবহাওয়াবিদ খো.  হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, পশ্চিমা লঘুচাপটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে।

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু ‍কিছু জায়গায় আগামীকাল রবিবার সকাল পর্যন্ত অস্থায়ী দমকা হাওয়াসহ /ঝড়/বজ্রঝড় হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকার দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিকে বাতাসের সর্বোচ্চ  গতিবেগ থাকতে পারে ঘন্টায়  ৮ থেকে ১২ কিমি যা সাময়িকভাবে দমকা আকারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি/ঘন্টা হতে পারে। বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনা আগামী তিনদিন বাড়তে পারে।

শনিবার সকাল ১১টা থেকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনী ও বান্দরবানে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নিকলিতে ২০ দশমিক ৫ ডিগ্রি।

আরো সংবাদ