AM-ACCOUNTANCY-SERVICES-BBB

উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজে পুরস্কার বিতরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মার্চ - ২১ - ২০২৩ | ৭: ৫৯ অপরাহ্ণ

ডিগ্রি কলেজ

বিশ্বনাথনিউজ২৪ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথের ‘উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ’র বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

কলেজের অধ্যক্ষ নেছার আহমদের সভাপতিত্বে প্রভাষক মাহমুদা বেগমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকের শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও অংশ নিতে হবে।’

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহ আসাদুজ্জামান আসাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কলেজের এডহক কমিটির সভাপতি আবদুল হক, যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি মোহাম্মদ আলী মজনু, যুক্তরাজ্য প্রবাসী পারভেজ হাসান, মুজিবুর রহমান রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান আতিক।

শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন কলেজের শিক্ষার্থী কাওছার আহমদ, গীতাপাঠ করেন সুসমিতা মালাকার, স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আবদুর রশিদ এবং অনুষ্ঠানের শেষদিকে গান পরিবেশন করেন শিক্ষার্থী রিমা বেগম।

Aminul Haque scaled