বিশ্বনাথনিউজ২৪ : সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মুন একাডেমির উদ্যোগে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে আয়োজিত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও লামাকাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকমল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পূলক ভট্টাচার্য, লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম, রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ফয়ছল আহমদ, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আফরোজ বখত খোকন ও মুন একাডেমির উপদেষ্টা পরিষদের সদস্য মনির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরশাদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তহুর উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল আহমদ, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, আওয়ামী লীগ নেতা শহীদ খান আতা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী মাহ্ছুছুন নাহার তায়্যিবা।