নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে শিক্ষক ও কবি হোসনেআরা বেগমের চতুর্থ কবিতার বই ‘মণিদীপ’র মোড়ক উম্মোচন করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই মোড়ক উম্মোচন করা হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ক্রিড়া ধারাভাষ্যকার একেএম তুহেমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ সাম্যবাদী সাহিত্য পরিষদের সভাপতি কবি সাইদুর রহমান সাঈদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক আবদুল মতিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার দাস, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিশা আফরিন মুন্নি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নুর উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, কবি হোসনেআরা বেগমের স্বামী বিশিষ্ট ব্যবসায়ী মো. ফরিদ মিয়া ও তাদের কনিষ্টপুত্র ফাতিন হাসনাত মো. ফাহিম, ব্যবসায়ী রমা রঞ্জন তালুকদার, যুবলীগ নেতা শাহ আলম খোকন প্রমুখ।
শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা কামরুল হুদা এবং স্বাগত বক্তব্য রাখেন কবি হোসনেআরা বেগমের জ্যেষ্ঠপুত্র মারুফ হোসেন মো. ফরহাদ।