বিশ্বনাথনিউজ২৪ : সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘দারুল ক্বোরআন রাজাগঞ্জ বাজার হাফেজিয়া মাদ্রাসা’র ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির মো. হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।
কমিটির দায়িত্বশীলরা হলেন সভাপতি মাওলানা এটিএম নুর উদ্দিন (শিক্ষক, তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসা), সহসভাপতি সিরাজ উদ্দিন আহমদ (সাবেক ইউপি সদস্য), সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল ওয়াছেহ (অধ্যক্ষ, সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসা), সহসাধারণ সম্পাদক মাওলানা বিলাল আহমদ (সিএইচসিপি) ও কোষাধ্যক্ষ মাওলানা আবুল বশর মো. ফারুক (শিক্ষক, আলহাজ্ব লজ্জ্বতুননেছা উচ্চ বিদ্যালয়)।