নিজস্ব প্রতিবেদক : জমকালো আয়োজনে পর্দা উঠেছে সিলেটের বিশ্বনাথের ‘১ম খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন কাপ’-এর। শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার সংলগ্ন মাঠে প্রবাসী সংবর্ধনা, কাপের ট্রফি, লোগো ও ভি-৭ এর লোগো উম্মোচনের মধ্যদিয়ে পর্দা উঠে ওই ফেডারেশন কাপের প্রথম আসরের।
খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ক্রিড়া সংগঠক কবির আহমদ কুব্বারের সভাপতিত্বে উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক একেএম তুহেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন স্পোর্টস এসোসিয়েশন-ইউকে’র (ভি-৭) আহ্বায়ক ও খাজাঞ্চী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ট্রেজারার আশরাফ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বেবী কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আরব শাহ, খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশনের উপদেষ্টা মোস্তাক আহমদ মোস্তফা। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী আহমদ শামীম।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানী প্রবাসী ইব্রাহিম আলী, সৌদি আরব প্রবাসী মরতুজ আলী, মোহাম্মদ আলী মামুন।
এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশনের উপদেষ্টা ফয়সল আহমদ তালুকদার, আমির উদ্দিন, সাজিদ আলী, আর্শ্বদ আলী, জমির উদ্দিন, নজরুল ইসলাম তালুকদার, কয়েছ আহমদ সবুজ, পুলিশের উপপরিদর্শক (এসআই) হেলাল, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুকন, রামপাশা ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন শিমুল, দলিল লিখক ফারুক আহমদ। অনুষ্ঠানের শেষদিকে ফেডারেশন কাপের ট্রফি উম্মোচন করেন অংশগ্রহণকারী ১০টি দলের অধিনায়কেরা।
পরে শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে মাঠে গড়ায় ‘১ম খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন কাপ’। ফেডারেশনের সভাপতি রায়হান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদ শামীমের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, শিক্ষা ও ক্রিড়ানুরাগী মাহবুব মিয়া। পায়রা ও বেলুন উড়িয়ে কাপের উদ্বোধন করেন খাজাঞ্চী ইউনিয়ন স্পোর্টস এসোসিয়েশন-ইউকে’র (ভি-৭) আহ্বায়ক ও খাজাঞ্চী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ট্রেজারার আশরাফ আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন কাপের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ক্রিড়া সংগঠক কবির আহমদ কুব্বার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, তালুকদার মো. গিয়াস উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বেবী কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, ফেডারেশনের উপদেষ্টা ফয়সল আহমদ তালুকদার, মোস্তাক আহমদ মোস্তফা, দুদু মিয়া, মাতিন আহমদ, ফ্রান্স প্রবাসী আমিনুল ইসলাম, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আলী মামুন, সংগঠক আবদুল মালিক।
উভয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশনের সহসভাপতি মোজাহীদ আলী, মঈন উদ্দিন, শিহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রিন্স, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, প্রচার সম্পাদক আবদুল হালিম, সদস্য বায়েজিদ আহমদ, মিজানুর রহমান প্রমুখ।
উদ্বোধনী খেলায় মাইতি স্ট্রাইকার ও সিক্সার্স সিক্স একে অপরের মোকাবেলা করে।