সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামে হযরত আবু হুরায়রা (রা.) দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ জানুয়ারি) সকালে মাদ্রাসার হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান বই বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কাচা মিয়া মেম্বারের সভাপতিত্বে ও মাদরাসার সুপার মাওলানা মুহাম্মাদ আবুল কাশেম’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রাজন আহমদ।
আরও বক্তব্য রাখেন মাদরাসার পরিচালনা কমিটি সদস্য ও সাবেক মেম্বার আব্দুল মজিদ, শিক্ষক মাওলানা ফয়জুল ইসলাম, সাবেক শিক্ষক মাওলানা হাফিজ আক্তার আলী। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল গফুর, আছকর মিয়া, আব্দুর নুর, সাইফুল ইসলাম, আতাউর রহমান, আলী আহমদ, রায়হান মিয়া, ফয়জুল হক, মস্তফা কামাল, হেলাল মিয়া, শামসুল ইসলাম, মুজিবুর রহমান, আব্দুর রুফ, জাকারিয়া আহমদ, শাহিব আহমদ, আব্দুল হামিদ, ইলিয়াছ আল মুবিন, জামাল আহমদ, রেজাউর রহমান, মাজহারুজ, জুবেল মিয়া, অলিউর রহমান প্রমুখ।