বিনোদন খবর::: বন্ধন ছিন্ন করে রাজের বাড়ি ছেড়ে চলে এলেন পরিমনি, সংসার ব্রেকআপ হলো আলোচিত দম্পতি রাজ-পরীমনির । শুক্রবার রাতে ফেসবুকে এক পোস্টে এ কথা জানান পরীমনি নিজেই।
পরীমনি তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে লিখেছেন, ”হ্যাপি থার্টিফার্স্ট সবাইকে” আজ আমি রাজকে আমার জীবন থেকে বের করে দিয়ে অসুস্থ সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করেছি। সুস্থ জীবনযাপনের চেয়ে গুরুত্বপূর্ণ জীবনে আর কিছু নেই।
পরীমনি ফেসবুকে পোস্ট করার আগে রাত সাড়ে ৮টার দিকে শিশু রাজ্যকে নিয়ে রাজের বাড়ি থেকে বেরিয়েছিলেন বলে জানা গেছে।
এ ঘটনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পরীমনি। তিনি বলেন, তারা এখনও আলাদা হয়নি। কিন্তু আমি বন্ধন ভেঙ্গে রাজের বাসা থেকে বের হয়েছি। আজ আমরা বিচ্ছিন্ন। আমি যত তাড়াতাড়ি সম্ভব বিবাহবিচ্ছেদের কাগজপত্র পাঠাব।
বিচ্ছেদের সিদ্ধান্ত প্রসঙ্গে পরীমনি বলেন, সমস্যা অনেকদিন ধরেই। এটা কাটিয়ে ওঠার পর, আমি শিশুটির মুখের দিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তার আচরণ ছিল অসংলগ্ন। তাই বাধ্য হয়ে বাসা থেকে আলাদা থাকতে হয়।