
৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে বিশ্বনাথ প্রেসক্লাবের প্রস্তুতি সভা
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ২৫ - ২০২২ | ২: ১৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর হাঁটি হাঁটি পা পা করে ৪১ বছরে পদার্পণ করছে ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রেসক্লাব। আগামী পহেলা জানুয়ারি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের পুরান বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। এছাড়া বিশ্বনাথের এই ঐতিহ্যবাহী প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. জামাল মিয়া, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য শহিদুর রহমান, নূর উদ্দিন, আবুল কাশেম ও মোহাম্মদ নূরুল ইসলাম।