বিশ্বনাথনিউজ২৪ :: জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গসহ নিজের পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামস্থ শফিক চৌধুরীর নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস ছালাম।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান, শিক্ষা সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, কার্যনির্বাহী সদস্য নাজমুল ইসলাম চৌধুরী অপু, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তজম্মুল আলী, তৈমুছ আলী, সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া,
আওয়ামী লীগ নেতা সামসুল ইসলাম সবুজ, আব্দুুর রহমান, আনা মিয়া, আব্দুস ছালিক, আনা মিয়া, লাল মিয়া, যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, শাহ ফারুক মেম্বার, আব্দুল হেকিম, কামাল আহমদ, শওকত আহমদ, নিজাম উদ্দিন, নুর আলী মেম্বার, জিলু মিয়া, আবুল কাসেম, চান মিয়া, আব্দুর রহিম দশঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুহিত চৌধুরী মেম্বার, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সেলিম আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।