বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে সাবেক শিক্ষক ও কাজী মরহুম হাজী ছাদিক মিয়া চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ নভেম্বর) মরহুমের পরিবারের পরিবারের উদ্যোগে উপজেলার গড়গাঁও জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন গড়গাঁও জামে মসজিদে ইমাম ও খতিব হাফিজ মাওলানা জালাল উদ্দিন।
প্রসঙ্গত, মরহুম হাজী ছাদিক মিয়া চৌধুরী ১৯৩২ সালের ১০ই মে গড়গাঁও গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম মৌলভী হাজী তাহির মিয়া চৌধুরী। হাজী ছাদিক মিয়া চৌধুরী পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত উপজেলার রাজাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম উদ্যোগদাতা এবং ওই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বপালন করেন। পরবর্তীতে তিনি বিশ্বনাথ থানার কাজী অফিসে সহকারী কাজী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
এছাড়া ১৯৭৩ সালে রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ২০০৭ সালের ২৮ নভেম্বর ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র, ২ কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।