
ওসমানীনগরে বাসের চাপায় পথচারী নিহত
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ১৭ - ২০২২ | ১০: ০৩ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের ওসমানীনগর উপজেলার বেগমপুরে যাত্রীবাহী একটি বাসের চাপায় হেকিম আলী (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেকিম আলী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐহারকোণা গ্রামের ফুরকান আলীর ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার এসআই শাহজাহান জানান, সড়ক পারাপারের সময় মিতালী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পথচারী হেকিম আলীকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ ও দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে থানায় নিয়ে আসে।