Search
Close this search box.

সিলেটে কামাল হত্যা মামলায় এক আসামী গ্রেপ্তার

সিলেটে কামাল হত্যা মামলায় এক আসামী গ্রেপ্তার
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪:: সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যা মামলায় এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ নভেম্বর ) রাতে কুটি মিয়া (২৪) নামে ঐ ব্যাক্তিকে বিমানবন্দর থানার পুলিশ গ্রেপ্তার করেছে ।

গ্রেফতারকৃত কুটি মিয়া নগরীর বড় বাজার গোয়াই পাড়া এলাকার মৃত নুর মিয়ার ছেলে। সে কামাল হত্যা মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি।

জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আজবাহার আলী শেখ জানান কুটি মিয়া নামে এক ব্যাক্তিকে প্রেপ্তার করা হয়েছে । তবে কোন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে বলেন, তা পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য গত ( ১২ নভেম্বন ) রোববার রাতে সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল সিলেট বিমানবন্দর এলাকায় ছুরিকাঘাতে খুন হন।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের বড় ভাই ময়নুল হক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছাত্রলীগ কর্মী আজিজুর রহমান সম্রাটকে প্রধান আসামী করে ১০ জনের নাম উল্লেখ করা হয় । এ ছাড়া অজ্ঞাত আসামি আছেন আরও ৫-৬ জন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত