AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সিলেটে ভূমিকম্প অনুভূত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ৩০ - ২০২২ | ৪: ৫০ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: শুক্রবার (৩০ সেপ্টেম্বর)  ভোর  ৪ টা ২৪ মিনিটের সময় সিলেটসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার ভোর ৪টা ২২ মিনিটে মাঝারি মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী থেকে প্রায় ৪৭১ কিলোমিটার পূর্বে মিয়ানমারের মাওলাইক জেলায়।  এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মনিওয়া শহর থেকে ১১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে।  এর কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪০ কিলোমিটার গভীরে।

এর আগে গত মে মাসে ৪ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্প মিয়ানমারের ফালাম শহরে আঘাত হানে। বাংলাদেশের দক্ষিণ-পূর্বের পার্বত্যাঞ্চলেও এর প্রভাব অনুভূত হয়।

আরো সংবাদ