নিজস্ব প্রতিবেদক :: সিলেট দিশারি শিল্পী গোষ্ঠির সাবেক পরিচালক, ইসলামী গণসংগীত শিল্পী মিসবাহ উদ্দিন মানিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত ২ টা ১৫ মিনিটের সময় সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও কিডনী সমস্যসহ বিভিন্ন রোগে ভোগছিলেন।
মিসবাহ উদ্দিন মানিক বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর নোয়াপাড়া গ্রামের মরহুম মাস্টার আব্দুল ওহাব এর পুত্র। তিনি দীর্ঘদিন সিলেট জজ কোর্টে আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
আজ রোববার (৩ জুলাই) সকাল ১১টায় সিলেট শাহী ঈদগাহে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নগরীর মানিক পরীরের টিলাস্থ কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।