নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে উপজেলা সদরে (বর্তমান পৌর এলাকা) প্রায় ৫৫ বছর পর সনাতন ধর্মালম্বিদের অন্যতম প্রাণের উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত রথযাত্রা উৎসবে আনন্দ উৎসবে মেতে উঠেন হাজারও সনাতন ধর্মালম্বিরা।
শুক্রবার (১ জুলাই) বিকেলে পৌর শহরের জানাইয়া গ্রামস্থ ‘বিশ্বরূপ মডেল মন্দির’ থেকে রথযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই গ্রামে অবস্থিত শ্রীশ্রী নারায়ণ মন্দিরে (স্বর্গীয় অনাথ বন্ধু চন্দ্রের বাড়ি) গিয়ে শেষ হয়। জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদের আয়োজনে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়।
রথযাত্রা শুরুর পূর্বে পৌর শহরের জানাইয়া গ্রামস্থ বিশ্বরূপ মডেল মন্দিরে ব্রাক্ষমুহুর্ত হইতে শ্রীশ্রী জগন্নাথ দেবে পূজার্চ্চনা, আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। আলোচন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ড. অরূপ রতন চৌধুরী। প্রধান আলোচকের বক্তব্য রাখেন পরম ভাগবত ও গীতা গবেষক শ্রীল নিত্যগোপাল গোস্বামী।
জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদের পরিচালক রমা কান্ত দে’র সভাপতিত্বে ও সহকারী পরিচালক বাবুল কান্তি দাশ মেঘলের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাগবত বেত্তা চৈতন্য দাশ গোস্বামী, আইনজীবি কল্যাণ চৌধুরী, ডা. অরূপ রতন চৌধুরীর সহধর্মিনী গৌরী চৌধুরী।
বক্তব্য রাখেন সংগঠক মতি লাল দাশ, তপন দেব রায়, দীলিপ দেব, রণজিৎ গোস্বামী, অজয় দে, শংকর দেব, পুলক সিংহ, বিভাস দে, রবি পাল, শুভরাজ চন্দ্র। সভার শুরুতে গীতাপাঠ করেন শিক্ষার্থী অপূর্বা দেব রায়, স্বেতস্বী রাণী নাথ, বিথী রাণী নাথ, অর্পা দেব, অর্পনা পাল।
এসময় অনুষ্ঠানগুলোতে বিভিন্ন শ্রেণী- পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী ৯ জুলাই শনিবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। ওই দিন পূজার্চ্চনা ও মহাপ্রসাদ বিতরণ করার পর পৌর শহরের জানাইয়া গ্রামস্থ শ্রীশ্রী নারায়ণ মন্দির (স্বর্গীয় অনাথ বন্ধু চন্দ্রের বাড়ি) থেকে একই গ্রামে অবস্থিত ‘বিশ্বরূপ মডেল মন্দিরে’ গিয়ে রথযাত্রার সমাপ্তি হবে।