Search
Close this search box.

বিশ্বনাথের মিরেরচর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারের উদ্বোধন

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ পৌর শহরের মিরেরচর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মাস্টারের অর্থায়নের নির্মিত ‘শহীদ মিনার’র উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জুন) সকাল ১১টার দিকে উদ্বোধন হিসেবে নব-নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন মিরেরচর-১ গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মাস্টার।

মিরেরচর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের পরিবারবর্গের উদ্যোগে আয়োজিত শহীদ মিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তজম্মুল আলীর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য রফিক হাসান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মছদ্দর আলী, এলাকার প্রবীন মুরব্বী রুস্তুম বেগ, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুল আজিজ, পুরাণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হাজী ইসমাইল আলী, এলাকার প্রবীন মুরব্বী আয়না মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি সোরাব আলী, মিরেরচর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ সভাপতি সাহাব উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী লিটন মিয়া, সংগঠক হোসেন মিয়া, আব্দুর রুফ, সোহেল মিয়া, কবির মিয়া, আশিদ আলী, শাহ কামাল, আবুল কাহার, মিজানুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

আরও খবর