Search
Close this search box.

বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি মোকাব্বির

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান। তিনি নিজ উদ্যোগে দিনব্যাপী উপজেলার চার ইউনিয়নে বন্যাদূর্গতদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এরমধ্যে লামাকাজী ইউনিয়নে ১২০, খাজাঞ্চী ইউনিয়নে ১০০, অলংকারী ইউনিয়নে ১০০ ও রামপাশা ইউনিয়নে ১০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২ জুন) সকালে পুরান রাজাগঞ্জ বাজার স্কুল প্রাঙ্গণে রামপাশা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি আয়াছ আলী মেম্বার। দূপুরে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি। এরপর লামাকাজী ও অলংকারী ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সবকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি মোকাব্বির খান।

পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী আব্দুল হান্নান, উপজেলা গণফোরামের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হবিবুল ইসলাম, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর, ইউপি সদস্য আব্দুল মতিন, আব্দুর রব রাজু, ফখরুল ইসলাম, প্রবাসী রইছ আলী, মক্তার আলী, সংগঠক আব্দুশ সহিদ, ছালিক মিয়া, মশরফ আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত