AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে হেফাজতে ইসলাম মহিলা মাদ্রাসায় পুরস্কার বিতরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ১ - ২০২২ | ১: ৩২ পূর্বাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের ‘হযরত শেখ বর্ণভী ও শেখ সৈয়দ আবদুল আউয়াল (রহ.) মতিউর রাজা জামেয়া হেফাজতে ইসলাম মহিলা মাদ্রাসা’য় মাসব্যাপী ক্বেরাত প্রশিক্ষণ শেষে বয়স্ক মহিলাসহ ৩ শতাধিক ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) মাদ্রাসা হলরুমে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার পরিচালক মাওলানা সৈয়দ মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক মাওলানা আবদুল হাই জেহাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শাহ আলম আমিনী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক সৈয়দা মুহসিনা খানম, আলেমা আকলিমা আক্তার আখি, রাহিমা আক্তার রুজি, ফাহিমা, ক্বারিয়া ফাহিমা, সাইমা, ফারহানা, মারজানা প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সভাপতি মাওলানা সৈয়দ মুসলেহ উদ্দিন।

আরো সংবাদ