Search
Close this search box.

বীর মুক্তিযোদ্ধা এম এ রউফ প্রাথমিক বিদ্যালয়’র উদ্বোধন

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের উত্তর সুরিয়ার পাড় (গর্জারীপাড়া) গ্রামে ‘বীর মুক্তিযোদ্ধা এম এ রউফ প্রাথমিক বিদ্যালয়’র উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের উদ্বোধন করেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এম এ রউফ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী বলেন, ৭১’র সময় বীর মুক্তিযোদ্ধারা আমাদের শুধু স্বাধীন দেশই উপহার দেননি। এখনও দেশ ও জাতির কল্যাণে কাজ করার শিক্ষা দিয়ে যাচ্ছেন। এরই সর্বশ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে ‘বীর মুক্তিযোদ্ধা এম এ রউফ প্রাথমিক বিদ্যালয়’ স্থাপন। তিনি আরো বলেন, লেখাপড়াই হচ্ছে জাতির উন্নতির প্রধান সিঁড়ি। আর লেখাপড়া করে যারাই সুশিক্ষা অর্জন করে, তারাই দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে। তাই সব কিছুর পূর্বে আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

উদ্বোধকের বক্তব্যে ‘বীর মুক্তিযোদ্ধা এম এ রউফ প্রাথমিক বিদ্যালয়’র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এম এ রউফ বলেন, বিদ্যালয়টি ছিলো আমার দীর্ঘদিনের স্বপ্ন। আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন হল। দেশের পক্ষে ছাত্রাবস্থায় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি, দেশের পক্ষে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করেছি। আল্লাহর দয়াতে আজও বেঁচে আছি। এটাই অনেক। আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই। তাই এই স্কুলের মালিক এলাকাবাসী। সবাই মিলে কিভাবে স্কুলটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সেদিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সবাইকে।

বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেস্টা পরিষদের সদস্য জাহির উল্লার সভাপতি ও রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কুলঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার আঙ্গুর মিয়া, সাবেক মেম্বার ইছহাক মিয়া, হাতীয়ার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য মুহিব উদ্দিন, বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সংগঠক মাজেদুল হোসেন, উত্তর সুরিয়ার পাড় গ্রামের সুফি মিয়া, সিরাজ আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উত্তর সুরিয়ার পাড় এবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা এরশাদুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠক খোকন মিয়া, নূরুল ইসলাম নূরু, তছকির আলী, সালিম উদ্দিন, বিলাল মিয়া, জহির মিয়া, শামছুল ইসলাম, সানুর মিয়া প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত