বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ পৌর শহরে আল মাদরাসাতুল হানাফিয়্যাহ মাদরাসার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ শে মার্চ) মাদ্রাসার পরিচালক মাওলানা শহিদুর রহমান’র সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক হাফিজ আমিনুর রহমান’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের তজম্মুল আলী রাজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. জামাল মিয়া, সদস্য আহমদ আলী হিরন, সংগঠক কামরুল ইসলাম, মাদানিয়া মাদরাসার শিক্ষার্থী জায়েদুর রহমান, মিলন আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।