AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে কাইড়ঘাট মিছবাহুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ফেব্রুয়ারি - ১৩ - ২০২২ | ৯: ৩৭ অপরাহ্ণ

IMG 20220211 205133

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার কাইড়ঘাট মিছবাহুল উলুম দাখিল মাদ্রাসার ৫৪তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত মাদ্রাসা মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সামছু মিয়া লয়লুছ’র সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন তায়্যিবা ফাউন্ডেশন সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী। প্রধান বক্তার হিসেবে আলোচনা পেশ করেন ঢাকার মাদারটেক জামে মসজিদের খতিব মাওলানা শামছুল হুদা মাসুম।

বিশেষ অতিথির হিসেবে আলোচনা পেশ করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, হযরত শাহচান্দ শাহকলু আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান। আরও আলোচনা পেশ করেন মিছবাহুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আরিফ বিল্লাহ ও মাওলানা খলিলুর রহমান। বার্ষিক প্রতিবেদন পেশ করেন মাদ্রাসার সুপার মাওলানা এ এস এম লুৎফুর রহমান।

মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সাইফুল ইসলামের উপস্থাপনায় মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আনছার উদ্দিন, খালেদ মিয়া, হান্দু মিয়া, কবির আহমদ, গেদু মিয়া, শফিকুল রহমান, হাজী সমশের আলী, আব্দুল হামিদ ও আজিজুল ইসলামসহ অনেকেই।

Aminul Haque scaled