Search
Close this search box.

এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে বিশ্বনাথের রুদ্র

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের এমসি কলেজ থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) অংশ গ্রহন করে জিপিএ ৫ লাভ করেছে মানবোত্তম দাশ রুদ্র। সে বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের ইলিমপুর গ্রামের বাবুল কান্তি দাশ মেঘলের পুত্র।

মেধাবী শিক্ষার্থী মানবোত্তম দাশ রুদ্র জানায়, পড়ালেখা করে আমি একজন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার হতে চাই। আমি প্রতিদিন নিয়িমিত ৭-৮ ঘন্টা পড়ালেখা করি। জিপিএ ৫ লাভের জন্য পরিশ্রম করায় আজ আমি সেই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করতে পেরেছি। পড়ালেখার পেছনে বাবা-মা ও শিক্ষক, শিক্ষিকার অবদান রয়েছে। আমি সবার সবার দুআ ও আর্শিবাদ প্রার্থী।

মানবোত্তম দাশ রুদ্র’র বাবা মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও মা ধর্মদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে শিক্ষকতা করছেন।

উল্লেখ্য, মানবোত্তম দাশ রুদ্র প্রাথমিক সমাপনি (পিইসিই), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করে।

আরও খবর