AM-ACCOUNTANCY-SERVICES-BBB

রশিদপুরে তিন উপজেলাবাসীর অবস্থান কর্মসূচী

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মার্চ - ৩ - ২০২১ | ৯: ০৯ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: ‘ঘন ঘন সংগঠিত সড়ক দূর্ঘটনা প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবীতে’ সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে বুধবার (৩ মার্চ) সকালে অবস্থান কর্মসূচি পালন করেছেন তিন (বিশ্বনাথ, ওসমানীনগর ও দক্ষিণ সুরমা) উপজেলাবাসী। ঘন ঘন সড়ক দূর্ঘটনায় ফুঁসে উঠেছে এই তিন উপজেলার সর্বস্থরের সাধারণ জনগন। সড়ক দূর্ঘটনা রোধে রশিদপুর ত্রিমুখি পয়েন্টে গোলচত্ত্বর নির্মাণ, স্পীডব্রেকার নির্মাণ, স্থায়ী ট্রাফিক পুলিশ নিয়োগ, রোড সাইন নির্মাণ, রাস্তার দুইপাশ প্রশস্তকরণ ও যাত্রীছাউনী নির্মাণসহ ৬দফা দাবীতে রাস্তায় নেমেছেন সুশীল সমাজের নেতারা।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে নিরাপদ রশিদপুর বাস্তবায়ন পরিষদ নামের একটি আন্দোলনকারী সংগঠন। এতে সংহতি প্রকাশ করে স্ব-স্ব ব্যানার নিয়ে কর্মসূচীতে অংশগ্রহণ করে জনমঙ্গল ঈদগাহ যুব কমিটি, রশিদপুর গ্রামবাসী, প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থা হিমিদপুর, মানবতা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা, রাজাপুর সমাজ কল্যাণ সংস্থা দক্ষিণ সুরমা, এমএ মজনু ফোরাম বিশ্বনাথ, ন্যাশনাল স্পোটিং ক্লাব দক্ষিণ সুরমাসহ বিশ্বনাথ, দক্ষিণ সুরমা ও ওসমানী নগরের বেশ কয়েকটি সংগঠন। কর্মসূচির শুরুতেই দূর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় বক্তারা আগামী ৭দিনের মধ্যে দাবী আদায় না হলে কঠোর কর্মসুচীর ঘোষণা দিবেন বলে হুশিয়ারী দেন।

নিরাপদ রশিদপুর বাস্তবায়ন পরিষদের আহবায়ক শেখ আজাদের সভাপতিত্বে এবং বাস্তবায়ন পরিষদের অন্যতম সদস্য সাহিদুল ইসলাম সাহিদ ও আমির আলীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের মেম্বার জহুর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাংবাদিক নবীন সোহেল, আওয়ামী লীগ নেতা সুফি শামসুল ইসলাম, আব্দুল মোমিন মামুন মেম্বার, জেলা বিএনপি নেতা আসাদুজামান নূর আসাদ, লোকমান আহমদ, যুবলীগ নেতা আশিক আলী, মনোহর হোসেন মুন্না, সেবুল আহমদ, ফয়জুল ইসলাম জয়, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, প্রবাসী আহাদ উল্লাহ শাহ, ছাত্রনেতা তানিমুল ইসলাম তানিম, ইমরান আহমদ সুমন, সংগঠক শেখ ফজর রহমান, আব্দুল খালিক, মুহিত হোসেন, শফিক আহমদ পিয়ার, আব্দুল মান্নান রিপন, শেখ শাহিদুর রহমান, দয়াল উদ্দিন তালুকদার ইমাদ, ফজল খান, রাহেল আহমদ, লায়েক আহমদ জিকু, তোয়াজিদুল হক তুহিন, শেখ মুমিন মর্তুজা শিপন, মাহবুব আহমদ, কাওছার আহমদ, আমিনুর রহমান শিপ্তা প্রমুখ।

তিন উপজেলাবাসীর অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন যুবনেতা আলতাব হোসেন, জাবেদ আহমদ, জামাল আহমদ, সামসুল ইসলাম, তৈমুছ আলী, শাহ মুজিবুর রহমান বাছন, ফিরোজ মিয়া, শাহ কবির আহমদ, জয়নাল আহমদ, এনাম আহমদ, আব্দুল হক, মাহবুব আহমদ, সেলিম আহমদ, আবুল কালাম রুনু, শাহ শহিদুল ইসলাম সুজা, হারুন মিয়া, হাসান, শাহ হাবিবুর রহমান, হাফিজুর রহমান টিপু, দরছ মিয়া, আব্দুল খালিক, সিতাব আলী, জমির আলী, রফিক মিয়া, লুৎফুর রহমান, মুহিব উদ্দিন সুজাত, মোতাহির আলী, শহিদ আলী, খান, শানুর মিয়া, শেখ সেলিম, আবুল হোসেন, জাহেদ আহমদ, সালেক আহমদ, শেখ আফজাল, আব্দুল ওয়াদুদ, রিয়াজ উদ্দীন তালুকদার, সাবেলুর রহমান চৌধুরী, রাসেদুল ইসলাম রাসেল, শাহ জুম্মান আহমদ, আব্দুস সামাদ, জামাল আহমদ, আব্দুল আলী, রায়হান আহমদ, আশরাফুল ইসলাম, সাজ্জাদুর রহমান, আব্দুল মুবীন, শিমুল আহমদ, সিরাজ উদ্দীন, জয়ন্ত গোস্বামী, মুহিবুর রহমান বাদশা, রাকিব, খোকন, সুজন, জুবের আহমদ, শিব্বির আহমদ, কুতুব উদ্দীন, কামরুল, রুমন, ইসহাক আলী, শহীদ, খছরু, আরমান আলী, মিলাদ মিয়া, তাজুল ইসলাম, আব্দুস সালাম, জামাল উদ্দিন, জালাল উদ্দিন রাজা, ইমন আহমদ, আল-আমিন, সুজন আহমদ, জয়নুল আবেদীন, রাজা মিয়া, মামুন আহমদ, জুমেল আহমদ, রেজুওয়ান, জাহিদ, মিনার, সামাদ, শেখ রাহিন আহমদ, মোহাম্মদ খালেদ হাসানসহ তিন উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

আরো সংবাদ