AM-ACCOUNTANCY-SERVICES-BBB

খাজাঞ্চীতে সম্ভাব‌্য চেয়ারম‌্যান প্রার্থী আরশ আলী গণির মতবিনিময়

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ফেব্রুয়ারি - ২৮ - ২০২১ | ১২: ৪৭ পূর্বাহ্ণ

IMG 20210228 004522

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‌্য চেয়ারম‌্যান পদপ্রার্থী ও বৃহত্তম সিলেট আওয়ামী পরিববার সৌদি আরব জেদ্দা শাখার সভাপতি আলহাজ্ব আরশ আলী গনি ইউনিয়নের মাধবপুর গ্রামবাসীর সাথে মতবিনিময় করেছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মাধবপুর গ্রামের মুরব্বী ফরিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব‌্যে আলহাজ্ব আরশ আলী গনি বলেন, আমি ইউনিয়নবাসী সেবা করে যেতে চাই। অবহেলিত খাজাঞ্চী ইউনিয়নে উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করে যেতে চাই।

সংগঠক শাহজাহান মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব‌্য রাখে খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর (সাবেক মেম্বার), সহ সভাপতি আমীর আলী (সাবেক মেম্বার), ছাত্রলীগ নেতা মানিক মিয়া, মাসুক মিয়া, একরামুল হক ও জালাল আহমদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মৌরশ আলী।
এসময় বশির মিয়া, ফারুক মিয়া, ফখরুল আহমদ, ছেরাগ আলী, আব্দুল্লাহ আল মামুন, খলিল আহমদ, মতছির আলী, ছমরু মিয়া, নুরল হক, রাহাত আহমদ, মাষ্টার সুহেল মিয়া, লালা মিয়া, মাসুক আহমদ, দুলাল মিয়া, আব্দুল কদ্দুছ মান্না, আব্দুল কাদির, সাইফুল ইসলাম রাজ, কবির মিয়া, মারুফ আহমদ, খালেদ মিয়া, আব্দুল হক, আক্তার হোসেন, আপ্তাব আলী, সানুর আলী, মাসুক মিয়া, ইরন মিয়া, আব্দুল কাদির, আব্দুল খালিক, জাকির হোসেন, শোয়াইব আহমদ, ইমন আহমদ, মারুফ সিদ্দিকীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Aminul Haque scaled